স্টাফ রিপোর্টারঃ  নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বিনম্র শ্রদ্ধা মিশ্রিতভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়।
‘শোক থেকে শক্তি এবং শোক থেকে জাগরণ’ এ চেতনা হৃদয়ে ধারণ করে অত্র বিদ্যালয়ের সভাপতি শহীদ মোল্যার সভাপতিত্বে শোক দিবসের আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এর কালো রাতে দেশী-বিদেশী ষড়যন্ত্রে একদল বিপথগামী সেনা সদস্য কর্তৃক নির্মমভাবে নির্মম নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রসঙ্গ, বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে সংঘটিত মহা হত্যাযজ্ঞ প্রসঙ্গে আলোচনা করেন যথাক্রমে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির,অমর বাগচী, সহকারী প্রধান শিক্ষক আ স ম ফারুক সাহেব, প্রধান শিক্ষক আজম খান এবং বিদ্যালয়ের সভাপতি শহীদ মোল্যা