মোঃ রাশিদুল ইসলাম | শ্রীপুর, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল বাজারে অগ্নিকান্ডে একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকানের মালিক মোঃ মাসুদ বিশ্বাস।
বুধবার (৫ মে) বিকাল ৪ ঘটিকার সময় আমতৈল বাজারের মসজিদ মার্কেটের ১ নং দোকানে অগ্নিকান্ড ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, দোকানদার মাসুদ বিশ্বাস মোমবাতি জ্বালিয়ে খেজুরের প্যাকেট করছিলো একপর্যায়ে মোমবাতির আগুন থেকে পেট্রোলে বোতলে ধরে যায় তারপর পেট্রোলের আগুন থেকে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে কিছু সময়ের মধ্যে পুড়ো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে ফায়ার সার্ভিসকে বিষয়টা জানানো হয়।পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে কিন্তুু ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ মাসুদ বিশ্বাস বলেন, আমার একমাত্র আয়ের উৎস ছিলো দোকান।আমার শেষ সম্বলটুকু পুড়ে গেলো।আমি কি নিয়ে বাঁচবো।পরে তিনি সরকারের নিকট সাহায্য সহযোগিতা কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।