মোঃইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। রোজ শুক্রবার (১০ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস,
এসআই মোহাম্মদ জাকির এর একটি দল শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন ৫ নং ওয়ার্ডের কোর্টরোড ঢাকাইয়া পট্টি এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রাসেল শ্রীমঙ্গল পৌর এলাকা সোনার বাংলা রোডের বাসিন্দা আছই মিয়ার ছেলে।
এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়, অভিযানে আসামি এর শরীরে থাকা ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
মাদক কারবারি রাসেল একজন চিহ্নিত মাদক কারবারি, বিগত দিনে তাহার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আসামি ঐ রাসেল’কে আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে হাজির করলে মাননীয় আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।