গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারের বাসিন্দা নূর আলম মিয়া নূর নামের এক যুবক কুড়িয়ে পাওয়া ১ লক্ষ টাকা তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ায় সততা স্বীকৃতি সম্মাননা পেলেন।

গত ৯ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে চায়ের দোকানের পাশে হতে ১ লক্ষ টাকা কুড়িয়ে পান নূর আলম। বন্ধুদের সাথে নিজে সে রাতেই খুজতে থাকে কুড়িয়ে সেই টাকার প্রকৃত মালিককে। অবেশেষে রাত আনুমানিক ৩ টার দিকে খুজে পেলেন সেই টাকার মালিককে। উক্ত ১ লক্ষ টাকার মালিক হচ্ছেন গাইবান্ধার সাংবাদিক শফিকুল ইসলাম অবুজ।

হারানো টাকা ফেরত পেয়ে সাংবাদিক শফিকুল ইসলাম অবুজ বলেনঃ- নূরের মত সৎ লোক আমি খুব কম দেখেছি। নূরের মত লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন ব্যাক্তির জন্য সমাজ বা পৃথিবী এখনও টিকে আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর তার অভিজ্ঞতা সম্পর্কে বললেন,

৯ মার্চ সেই দিন রাত ১টার সময় চা খাওয়ার চায়ের দোাকনে যাই আর সেই খানে আমরা টাকা গুলো পাই।।তারপর সেই টাকা গুলো নিয়ে রেখে দেই।আমার সাথে ছিল শাহজাহান ভাই আর লিফন নামের বন্ধু।তারপর পুরো ২ঘন্টা পর রাত ৩টার সময়, ওই টাকার মালিক কে খুজে পাই।টাকার মালিক টাকা খুজতে আসে তারপর বুজতেও পারি উনি সেই টাকার মালিক। রাত প্রায় ৩টার সময় ওই টাকার মালিক কে ফিরিয়ে দেয়া হয়।আর টাকার মালিক ছিল সাংবাদিক অবুজ ভাই।

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়ার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান অবগত হওয়ার পর গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আয়োজিত অনুষ্ঠানে সেই বিষ্ময়কর যুবক নুর আলম নুরকে সততার স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।