আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন নিবাসী, বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর নেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯:১৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন” মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন । মরহুমের নিজ গ্রাম সুলতাপুর গোরস্থান প্রাঙ্গণে জানাযা ও রাষ্ট্রীয় মর্যদা শেষে আজ বিকাল ৫ টার সময় সুলতানপুর গোরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ছেলে রাজশাহী জেলা সেস্বাসেবকলীগ সভাপতি রোকনুজ্জামান রিন্টূ জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।