মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা সবুজ আন্দোলন কর্তৃক “মাগুরা জেলার পরিবেশ বিপর্যয় রোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। “সবুজ আন্দোলন বাংলাদেশ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা শাখার আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনালের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সাধারণ জনগনের মধ্যে ১০০ টি ফলজ,বনজ ও ভেষজ উদ্ভিদ বিনামূল্যে বিতরণ করা হয়।
সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব (প্রস্তাবিত) এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম। সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ ইউনুস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাহিদুল ইসলাম জাহিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান তুহিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ সিরাজুল ইসলাম টোকন, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) খন্দকার নজরুল ইসলাম মিলন, সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ আনিচুর রহমান কনক,
সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) মোঃ আরজান বিশ্বাস (বাদশা), সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) এম জামান মাহমুদ, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) জিবলু মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে সুবজ আন্দোলন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং শতাধিক বৃক্ষ রোপন ও বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।