পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ। মাত্র দুই দিনের ব্যবধানে এ নিয়ে সৈকতটি থেকে দুটি মৃত কচ্ছপ উদ্ধার হল।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। বর্তমানে কচ্ছটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছে ব্লুগার্ডের সদস্যরা। তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা জানান, পর্যটন পার্ক সংলগ্ন সমুদ্রে এটিকে ভাসতে দেখি। পরে স্থানীয়দের সহায়তায় এটি টেনে তীরে নিয়ে আসি। এটির পাগুলো পঁচে সাদা হয়ে গেছে। হয়তো জেলেদের জালের আঘাতেই এটি মৃত্যুর হয়েছে। তবে শরীরের বড় ধরনের কোন আঘাতের চিহ্ন নেই। এটি একটি পুরুষ কচ্ছপ।

পটুয়াখালী ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ প্রকেল্পর সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসা সুখবর নয়। এর আগে বেশ কয়েকটি মা কচ্ছপ ভেসে এসেছে। ঘটনাস্থলে ব্লুগার্ডের সদস্যদের পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করে কচ্ছপটি মাটিচাপা দিতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম জানান, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে। ঘটনাস্থলে লোকাল অফিসারকে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে রোববার সৈকতের ঝাউবাগান পয়েন্টে একটি মৃত মা কচ্ছপ ভেসে আসে। এনিয়ে এ উপকূলে ৮টি মৃত কচ্ছপ পাওয়া গেছে।

 

কলমকথা / সাথী