নজরুল ইসলাম, ময়মনসিংহ (নান্দাইল)উপজেলা প্রতিনিধিঃ
নান্দাইল টু দেওয়ানগঞ্জ সড়ক হইতে পাঁচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়(খুবসরকারের বাড়ীর) সামনে থেকে আব্দুল হোসেন উচ্চ বিদ্যালয় সংযোগস্থল হয়ে রাজাবাড়ীয়া বড় মসজিদ ভায়া রাজাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(ভোট কেন্দ্র) দীর্ঘ আড়াই কি. মি. সড়কটি মনপাশা,হারিকান্দি ও কিসমত বনগ্রাম উচ্চ বিদ্যালয় যাওয়ার অতী গুরুত্বপুর্ণ একটি রাস্তা। এটি,৩ হাজার ৭০০ ভোট নিয়ে একটি কেন্দ্রের প্রধান সড়ক হলেও আজও এই রাস্তাটির বেহাল অবস্থা!!
সরকারী কোন আর্থিক অনুদান ছাড়া
রাজাবাড়ীয়া বড় মসজিদ অনলাইন গ্রুপের তহবিল ফান্ডের পক্ষ থেকে তারুণ্য সমাজের প্রচেষ্টায় এবং প্রবাসীদের আর্থিক সহযোগীতায় ও মোঃ তফাজ্জল হোসেন ভুইয়ার, বিশেষ অর্থায়নে এই রাস্তার মেরামত এর কাজ বিদ্যমান। বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও রাস্তাটির কাজের কোন অগ্রগতি নেই,বর্ষাকালে রাস্তা দিয়ে হেটেঁ যাওয়াটাই কস্টসাধ্য হয়ে উঠে।
রাস্তায় চলাফেরা কষ্টকর হয়ে যাওয়াতে,গ্রামবাসীরা নিজেদের শ্রম দিয়ে রাস্তা মেরামত কাজ করতে লেগে পড়েছে । সার্বিকভাবে অর্থ দিয়ে সহযোগিতা করছে প্রবাসীরা। গ্রামের সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তা মেরামত এর কাজ চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।