রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নবাগত ওসি শাহ কামাল হোসেন আকন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এসময় তিনি
বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকগণ অযথা হয়রানির শিকার হবে না। কোন সংগঠিত অপরাধের সত্যতা পাওয়া গেলে
থানায় মামলা করতে টাকা লাগবে না। কোন মিথ্যা সাজানো ঘটনার আনীত অভিযোগে কেহ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। এমন কোন অভিযোগ পেলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। তিনি নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

শনিবার (২১ আগস্ট ২০২১খ্রী:) রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি শিবলী সাদিক খান সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক বদরুল আমীন নবাগত অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ পিপিএম (বার)কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় বেশ প্রসংশিত হয়েছেন এবং জেলার বার বার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন গত ১৯ আগস্ট তারিখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় যোগদান করেন।