মিরু হাসান বাপ্পী, বগুড়া প্রতিনিধি:বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ” খ” সার্কেলের সদস্যরা বুধবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ২ জন গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,সান্তাহার পৌর শহরের রথবাড়ি কলসা এলাকার ফেরদৌসের স্ত্রী জোসনা খাতুন(৩৫) ও পৌর শহরের হলুদ ঘর এলাকার মৃত আনার উদ্দিনের ছেলে চুন্নু মিয়া‘কে (৬০) গ্রেফতার করে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান,সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে ঐ ১ মাদকসেবীকে ৩০ দিনের ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।