অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে শুক্রবার বিকেলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়েছে। উপজেলা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আহবায়ক উজ্জ্বল ব্যানাজর্ীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, সাগরদঁাড়ী মধুসূদন একাডেমীর পরিচালক কবি ও গবেষক খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবতর্ী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, অলোক বসু বাপী, চারুপীঠ আর্ট স্কুলের সহসভাপতি প্রভাষক তাপস মজুমদার, উদীচির সভাপতি অনুপম মোদক, খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।