বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন ইমামদের সাথে মতবিনিময় করেছেন।  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পৌরসভার সম্মেলন কক্ষে বেলা ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদের ২০ জন ইমাম অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বায়তুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম শওকত আলী শেখ, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা আবু আলী, রেলস্টেশন জামে মসজিদের ইমাম আব্দুল মতিন, তালতলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. রবিউল ইসলাম, পাঞ্জেরী একাডেমী সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
মতবিনিময় কালে মেয়র মো. সেলিম রেজা লিপন বলেন, ইমাম হচ্ছেন সামাজিক নেতা। আর সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে সমাজে বসবাস করাই সামাজিক নেতার দায়িত্ব। অন্যের ধর্মের অনিষ্ট না করে নিজ ধর্ম  সঠিক ভাবে পালন করাই মুসলমানদের কাজ, এটা ইমামদের সমাজের মানুষকে বোঝানোর জন্য কাজ করতে হবে।
অসাম্প্রদায়িক ভাবে আমরা সকল শ্রেণীর মানুষ একসাথে বসবাস করছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। দেশের প্রত্যক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন এ সরকার। সকল পর্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ডসহ আলেমদের জন্য শেখ হাসিনা সরকারই বেশি কাজ করছেন।