তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি | মোঃ শাহিন আলম : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অন্তর্গত ৭নং মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে বিদ্যুৎ সংস্পর্শে আব্দুর রহিম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টার দিকে ।ঘটনাস্থলে গিয়ে জানা যায় আঃ রহিম ঐ গ্রামের মোঃ আঃ খালেকের ছেলে।আঃ রহিম শ্রমিকের কাজ করত।কিন্তু শনিবার সকাল থেকে যখন আঃ রহিম কে না পাওয়া যায় তখন খুজতে খুজতে ঐ গ্রামের মোছাঃকল্পনা খাতুনের বাহির বাড়ি মটরের তার হাতে মরা দেহ পাওয়া যায়।
কিন্তু আর ও জানা,যায় কল্পনা খাতুন সহ তার পরিবার ঢাকায় থাকেন।তার বাড়িতে কোন মানুষ থাকে না।তার বাবা আঃ খালেকের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে আঃ রহিম কেনো ওখানে গিয়েছে বা কি ভাবে বিদ্যুৎ সংস্পর্শে মৃত্যু হলো আমরা কেউ বলতে পারি না । তবে তাকে যখন না পেলাম খুজতে গিয়ে দেখি সে মৃত।
এমন বেদনা দায়ক দৃশ্য আমি কোন দিন দেখবো তা কল্পনা ও করতে পারি নাই। এ বিষয়ে এলাকাবাসির নিকট জানতে চাইলে তারা কেউ ঘটনা সম্পর্কে কিছু বলতে পারে না।
এ বিষয়ে তাহার চাচা মোঃ আঃ হান্নানের নিকট জানতে চাইলে তিনি বলেন ঐ বাড়িতে কেহ্ থাকে না কিন্তু আমার ভাতিজা আঃ রহিম ঐ বাড়িতে মটরে গোসল করে মাঝে মাঝে কিন্তু আজ যে কোন সমস্যা হওয়ায় যখন মটর না চলছে তখন মটর টা ঠিক করতে গিয়ে আটকে যায় হয়তো তখনি তার মৃত্যু হয়। সুতরাং এই মৃত্যুতে আমাদের কারো প্রতি সন্দেহ নাই।আমি আমার মৃত ভাতিজার রুহের মাগফেরাত কামনা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।