টি.এম.মুনছুর হেলাল সিরাজগন্জ জেলা প্রতিনিধিঃ পরপর টানা দুইদিন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগীয় স্বেচ্ছাসেবক টিমের নেতৃবৃন্দ। রবিবার ও সোমবার( ১৩-১৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ধানবান্ধিস্হ বাড়ির আঙ্গিনায় সকাল-বিকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় টিমের সাথে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস ও সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুর পরিচালনায় দুই দিনের কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) ও ভারপ্রাপ্ত টিম প্রধান নুসরাত এলাহী রিজভী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন লোবান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল ও সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জাকির হোসেন রিমন।

দ্বিতীয় দিনের কর্মীসভায় সিরাজগঞ্জ পৌর, কাজিপুর উপজেলা ও পৌর, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা অংশ নেন। রবিবার প্রথম দিনের কর্মীসভায় সিরাজগঞ্জ সদর উপজেলা, শাহজাদপুর উপজেলা ও পৌর, এনায়েতপুর থানা, কামারখন্দ উপজেলা এবং তাড়াশ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা অংশ নেন এবং দুইদিন তারা স্ব স্ব ইউনিটের প্রতিনিধিরা লিখিত সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।