সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করেছে শ্রমিক সংগঠন। শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেটের সহকারী পরিচালক সানাউল হকের সঙ্গে বিকেলে দীর্ঘ বৈঠক শেষে স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর আগে বিআরটিএ সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবিতে সিলেটে রোববার (১০ এপ্রিল) থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।
সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। তবে শনিবার শ্রমিক সংগঠনের নেতারা ও সহকারী পরিচালকের বৈঠকে অনেকগুলো দাবি মেনে নেয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।