সিলেটে ৩ উপজেলার ১৫টি ইউনিয়নে ২য় ধাপে ভোটগ্রহণ বৃহস্পতিবার। প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৩য় ধাপে ৩ উপজেলার আরও ১৬টি ইউনিয়নে ভোট হবে।
২য় ধাপে ১৩ ও ৩য় ধাপে ১৬ জন মিলে আওয়ামী লীগে ২৯ জন বিদ্রোহী প্রার্থী। এদের ১০ জনকে ইতোমধ্যে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
শাস্তির তালিকায় আছেন আরো কয়েকজন। বিদ্রোহী প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের পদবিধারী নেতাদেরও গণসংযোগ করতে দেখা গেছে বিভিন্ন স্থানে।
সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়ন নৌকার প্রার্থী হিরণ মিয়ার গাড়িতে বিদ্রোহী প্রার্থীর প্রচার মিছিল থেকে হামলার অভিযোগও পাওয়া গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।