সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ১৮৬৬) এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেজাউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কার্যকরী সভাপতি রোরহান উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ। স্মারকলিপিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বর্তমান প্রেক্ষাপটে লকডাউনে কর্মহীন হয়ে পড়া সড়ক পরিবহন শ্রমিকদের জন্য ত্রান, আর্থিক অনুদান বা এম এস”র পূর্ণ সরবরাহ অথবা ২২ এপ্রিল ২০২১ থেকে স্বাস্থ্যবিধি মেনে সর্বমোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন চলার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।