স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহম্মদপুরে এক ছাত্রলীগ নেতা ঘুড়ি উৎসবের আয়োজন করেছে।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতা।এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে ঘুড়ি ছিল সবার প্রিয়।গ্রীষ্মকাল আসলেই দল বেধে শুরু হতো এই প্রতিযোগীতা।কালের বিবর্তনের বিলুপ্ত প্রায় ঘুড়ি প্রতিযোগীতা।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি মো:শওকতুজ্জামান সৈকত তার নিজ গ্রাম লক্ষীপুরে এই ভিন্ন উৎসবের আয়োজন করেন।মেলায় কয়েকশত ঘুড়ি প্রতিযোগী প্রতিযোগীতায় অংশগ্রহন করে,বিভিন্ন সাজে রং বে রংঙের ঘুড়ি নিয়ে মেলায় উপস্থিত হোন প্রতিযোগীরা।

উৎসবে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয়।প্রথম স্থান অধিকার করে একটি ভিন্নধর্মী ঘুড়ি।ঘুড়ির নাম রাখা হয় নাগিন।দর্শকের নজর কেড়ে নেয় লক্ষীপুরের আকাশে নাগিন। প্রথম পুরস্কার হিসাবে ৩২”এলইডি ও দ্বিতৃীয় পুরস্কার ২৪”এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয় বিজয়ীদের মধ্যে।