গতকাল (রবিবার) সকালে ফুলবাড়িগেট কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, নগরীর কেসিসি ২ নং ওয়ার্ডে বসবাসকারীদের নগত ১০০শত টাকা, সিটিসি একশত ও চারশত হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতা সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ প্রতিরোধে যে নিদের্শনা দিয়েছেন তা সকলকে মানতে হবে। প্রয়োজনে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে সকলকে বাধ্য করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না।
পর্যায়ক্রমে নিম্ন আয়ের সকল মানুষ খাদ্য সহায়তা পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা মহানগ,অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকাত আলী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ -সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বন্ধ, খুলনা মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতিশেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , আনিসুর রহমান কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, জাকারিয়া রিপন, সেলিম রেজা, ওলিয়ার রহমান রাজু , লিয়াকাত, লাভলু, সেলিম, মোহাম্মদ নাসির, মাসুদ পারভেজ সোহেল, কামাল মুন্সি,সুমন মুন্সি, এসকে লাভলু প্রমুখ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।