মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সাংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য নগদ ২ লক্ষ ৭১ হাজার টাকার চেক হস্তান্তর করেন সাংসদ পুত্র, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

আজ (১৭ সেপ্টেম্বর) শুক্রবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পশ্চিম তোরারা, বটতলী বাজার, ডাঙ্গীপাড়া ঈদগাহ মিনার মোড়, বীরগড়, কান্দাল ও তোরারা বাজারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরে এই চেক হস্তান্তর করেন তিনি।

তিনি জানান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য নগদ ২ লক্ষ ৭১ হাজার টাকার মধ্যে উপজেলার পশ্চিম তোররা জামে মসজিদের উন্নয়নের জন্য ৫০,০০০ টাকা, ভবান্দপুর বটতলী জামে মসজিদের জন্য ৫০,০০০ টাকা, ডাঙ্গীপাড়া ঈদগাহ ঈদগাহের জন্য ৪৫,০০০ টাকা, কান্দাল এমতেদায়ী মাদ্রাসার জন্য ৪৫,০০০ টাকা, বীরগড় হরিবাসরের জন্য ৩১,০০০ টাকা এবং তোররা বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য ৫০,০০০ টাকা বরাদ্দ করেছেন।

এই চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, মুসলিম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সহিদুর রহমান, হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ আলী, ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন, সাধারণ সম্পাদক, ইউসুফ আলী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।