লালমনিরহাট হাতিবান্ধা উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে লিডার্স ক্লাব পাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও লিডার্স ক্লাব সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় ক্লাব চত্ত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মনমোহন বর্মন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান (বিএসসি)।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান,সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরল আমিনসহ সর্বস্তরের জনগণ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স ক্লাব পাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর।
উক্ত অনুষ্ঠানে “লিডার্স ক্লাব সম্মাননা ২০২১” প্রাপ্ত হন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আলহাজ্ব আমিনুর রহমান বিএসসি, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মরহুম আলহাজ্ব মহুবর রহমান মায়া (মরণোত্তর), ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তপন কুমার ঘোষ, সফল যুব উদ্যোক্তা হিসেবে টংভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য কবি ইসমত আরা এবং লিডার্স ক্লাব লালমনিরহাট জেলা শাখার নির্বাহী সদস্য আবু হেনা মোঃ হাসান মেহেদী অপন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।