শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল আজ রবিবার (২৪ অক্টোবর) থেকে আংশিক চালু হয়েছে। মিলটি চালু হওয়াতে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সর্বশেষ গত বছরের ২৮ নভেম্ভর আর্থিক সংকট, পাটের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় মিলটি বন্ধ হয়ে যায় । মিলবন্ধ হওয়ার পর থেকে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন , মিলের এ্যাডহক কমিটি , খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান মিলটি পুনরায় চালু করার জন্য বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় মেসার্স জামান ট্রেডিং লিজ হিসাবে মিলটি চালানোর আগ্রহ প্রকাশ করলে ২৪ অক্টোবর থেকে পুনরায় চালু হয় ।
এদিকে রবিবার সকাল ১০ টায় বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এক জরুরী মতবিনিময় সভা সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, ওবায়দুর রহমান, বাবলু প্রমুখ।
সভায় বক্তারা জানান, সোমবার (২৫ অক্টোবর ) সকাল ১১টায় ফেডারেশন নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় কলকারখানা পরিদর্শকের সাথে মতবিনিময় করবেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।