রোকন মিয়া,স্টাফ রিপোর্টার উলিপুর: জেলা প্রশাসন কুড়িগ্রাম এর পরিকল্পনায় ও অর্থায়নে এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কুড়িগ্রাম এর সহযোগিতায় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৮ এর আগে বিয়ে নয়,২০ এর আগে সন্তান নয়।এই স্লোগান সামনে রেখে ২৫ নবদম্পতি সহ (৫০জন) নিয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সুন্দর জীবন গড়ে তোলার জন্য স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
 নবদম্পতিগণ কর্মশালায় আলোচ্য বিষয় তাদের আত্নীয় ও প্রতিবেশীদের অবহিত করবেন মর্মে অঙ্গীকার করেন। এভাবে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত গর্ভধারন রোধ করা যাবে। কর্মশালা শেষে নবদম্পতিদের জেলা প্রশাসনের উপহার সামগ্রী প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এই কর্মশালা কুড়িগ্রামের সকল ইউনিয়নে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।