রোকন মিয়া, রিপোর্টার উলিপুর (কুড়িগ্রাম) : ২২ কেজি ওজনের বাঘাইড় বিক্রি হলো ২৪ হাজার টাকা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।  সদর উপজেলার যাত্রাপুর এলাকায় মাইদুল ইসলামের জালে এ মাছটি ধরা পড়ে। বিশালাকার মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
জেলে মাইদুল ইসলাম বলেন, উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সুমন মিয়া। এরপর কুড়িগ্রাম শহরের পৌর বাজারে মাছটি কেটে এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৪ হাজার ২০০ টাকায় বিক্রি করেন তিনি।
মাছ ব্যবসায়ী সুমন জানান, ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে তা কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি।
এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, স্থানীয় এক জেলের জালে বাঘাইড়টি ধরা পড়ে। পরে মাছটি এক মাছ ব্যবসায়ী এসে কিনে নিয়ে যান।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।