নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী হাসান পারভেজ (৪৪) ও প্রবাসী মশিয়ার রহমান ভূইয়া (৪৩) নিহত হয়েছে। তারা উভয়ে বন্ধু ছিলেন।

বুধবার সন্ধ্যায় লোহাগড়ার কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ব্যবসায়ী হাসান পারভেজ বাড়িতে এসে প্রবাসী বন্ধু মশিয়ার রহমান ভূইয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কালনা সেতু দেখার জন্য যান। পথে লোহাগড়ার কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তারা।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে হাসান পারভেজ মারা যায়। গুরুতর আহত মশিয়ারকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শেখ আবুহেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।