কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রয়াত বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে একসঙ্গে ৫ ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারকে দেখতে গেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. রফিকুল ইসলাম। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শোকাহত ওই পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে থাকবে কক্সবাজার জেলা পুলিশ’।

এসময় কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের পক্ষ থেকে নিহত পাঁচ ভাইয়ের মা মানু বালা শীলের হাতে নগদ সহায়তা হিসেবে এক লাখ টাকা তুলে দেন অ্যাডিশনাল এসপি রফিকুল। এছাড়া জেলা পুলিশের মাধ্যমে পুলিশের সাবেক ডিআইজি শৈবাল দাশ ও সানন্দা জুয়েলার্সের মালিক রনজিৎ ঘোষের পক্ষ থেকেও মানু বালার হাতে আরও ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

এসপি রফিকুল ইসলাম বলেন, ‘একটি পরিবারে এক সঙ্গে পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। যেহেতু সংগঠিত দুর্ঘটনার মূলহোতা পিকআপ চালক গ্রেফতার হয়েছে, আদালত তাকে রিমান্ডে দিয়েছে। আমরাও চাই তার যথাযথ শাস্তি হোক’।

 

কলমকথা/সাথী