রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ছয় কেজি ওজনের একটি আইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে আট হাজার ৪০০ টাকায়।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার এক জেলের হাতে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, স্থানীয় এক জেলে পদ্মা নদী থেকে মাছটি ধরে বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে যান। বেলা ১১টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেলের কাছে নিলে তিনি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে আইড় মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. সোহেল বলেন, সকালে জেলের কাছ থেকে আইড় মাছটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছি। এখন ৫০ টাকা কেজিতে লাভ রেখে এক হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে বর্তমানে পদ্মা নদীতে আইড় মাছটি বেশি দেখা যাচ্ছে বলে জানান তিনি।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।