কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মকলেছুর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় একই পরিবারের আহত হয়েছেন আরও দুজন।
নিহত মকলেছুর রহমান উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ গ্রামের মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন- একই পরিবারের সুমন (১৮) ও ফাতেমা (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মকলেছুর রহমান ছাগলের জন্য বাড়ির পাশে গাছের পাতা কাটতে যান। এ সময় মৌমাছির দল মকলেছুর রহমান, সুমন এবং ফাতেমাকে আক্রমণ করে। মৌমাছির এলোপাতাড়ি কামড়ে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মকলেছুর রহমান মারা যান।
অপরদিকে আহত সুমন বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আর ফাতেমার অবস্থা বেগতিক হওয়ায় তাৎক্ষণিকভাবে
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী মাসুদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।