এন,এম,সজীব দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি উপজেলায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সাতকুরি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে ওয়াদুদ হোসেন (১৬)। তিনি গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাকিমপুর থানা ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সাতকুরি রেলগেটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত হন। মরদেহ পরিবারের সম্মতিতে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।