শেরপুরের নালিতাবাড়ীতে কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছে প্রান্তীক কৃষক আব্দুর রহিমের ৩টি গরু। শুক্রবার (২৪ জুন) রাতে উপজেলার পলাশীকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার উত্তর পলাশীকুড়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুর রহিম শুক্রবার রাতে তার গোঁয়াল ঘরে সাত মাসের গর্ভবতী ১টি গাভী, দেড় বছর বয়সী ১টি ষাড় ও ১টি বকনা গরু বেঁধে রাখেন। এসময় মশার অত্যাচার থেকে রক্ষা করতে ঘরের কোনায় কয়েল জ্বালিয়ে দেন।

 

দুর্ঘটনাবশত রাতের কোন এক সময়ে ওই কয়েল থেকে ঘরে আগুন লেগে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ভস্মিভুত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ৩টি গরু। ওই গরু ৩টির আনুমানিক মূল্য ২ লাখ টাকা হবে বলে কৃষক আব্দুর রহিম জানান।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, কৃষক আব্দুর রহিমের ৩টি গরু আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। আবেদন প্রাপ্তী সাপেক্ষে তার ক্ষতিপুরন দেওয়ার উদ্যোগ গ্রহন করা হবে।