আব্দুল কাইয়ুম,জয়পুরহাট: জয়পুরহাট পাঁচবিবিতে ৫১তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল খেলায় আয়মারসুলপুর হাজী মুনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে এই খেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন চৌধুরী, উপজেলা স্কাউটস্ এর সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন প্রমুখ।
আয়োজনে ছিল উপজেলা জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। আয়মারসুলপুর হাজী মুনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার দল ভলিবল বালকদলে চ্যাম্পিয়ন সহ বালক এ গ্রæপে সাইকেল খেলায় প্রথম ও দ্বিতীয়, ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান, সি গ্রæপে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান, দীর্ঘলাফে প্রথম স্থান ও ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে। প্রধান শিক্ষক শামসুল আলমের দিক নির্দেশনায় খেলোয়ার দলকে পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
বলে যানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।