খুলনায় নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরণীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে মহিত হোসেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মহিত চিকিৎসক গাজী মিজানুর রহমানের মজিদ স্মরণীর নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিল। অসাবধানতার কারণে তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। সাথে থাকা অন্যান্য শ্রমিকেরা তার পড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা সোয়া ১১ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।