নড়াইল জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে ।  প্রতি বছরের ন্যায় এ বছর যথারীতি এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশে।
লোহাগড়া উপজেলার  প্রাথমিক বিদ্যালয় ঘুরে জানাযায় ছাত্র /ছাত্রীরা জাকজমক পরিবেশে  এই কাউন্সিলে অংশ গ্রহণ করে।
 এ কাউন্সিলে ৭ জন সদস্য ছাত্রদের ভোটে নির্বাচিত  হবে। এই কাউন্সিল গনতন্ত্র চর্চার বিকাশ মাত্র।
মাননীয়  শিক্ষামন্ত্রী শিশুদের গনতন্ত্র কি ভাবে চর্চা করতে হয় তারই ধারাবাহিকতায় এই স্টুডেন্ট কাউন্সিল সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে চালু করেছেন এবং  প্রতি বছর এই কাউন্সিল  অনুষ্ঠিত হয়।
আজকের এই স্টুডেন্ট কাউন্সিল নিয়ে উপস্থিত  লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান খান বলেন শিশুরা জাক জমক পরিবেশের মধ্য দিয়ে কাউন্সিলে অংশগ্রহণ করেছে পাশাপাশি গনতন্ত্র কি ভাবে চর্চা করতে হয় তা এখান থেকে  জানতে পারে। এ কার্যক্রম  খুবই ভালো।