ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার: অদ‍্য মঙ্গলবার (৫ জুলাই) বিকালে জামালপুর জেলা পরিষদের আয়োজনে জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন বিষয়ক বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জামালপুর জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ,

বিশিষ্ট লেখক ও গবেষক এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। অনুষ্ঠান শেষে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।