মো: জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ আর্জেন্টিনার বিজয়ে দিনাজপুরের খানসামায় সমর্থকদের আনন্দ মিছিল,আতশবাজি, পটকা, নাচ, ভুভুজেলা বাঁশির আওয়াজ,বিরিয়ানী ভোজন ও আর্জেন্টিনার পতাকা নিয়ে শোডাউনের মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিজয় উদ্যাপন করছেন সমর্থকেরা। বিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় এই জয় উদ্যাপন। আনন্দ উদযাপনে ছিল লোকে লোকারণ্য।
বিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেনবিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেন। উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকেই খেলা দেখতে আসা মানুষের ভিড় জমে যায়। রাত আটটার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ডিজিটাল স্ক্রিনে খেলা দেখার সামনের জায়গা। তাঁদের কেউ এসেছিলেন সপরিবার, কেউ বন্ধু–পরিচিতজনদের সঙ্গে। আর্জেন্টিনার জার্সি গায়ে সহপাঠী ও জ্যেষ্ঠ-কনিষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে প্রিয় দলকে সমর্থন জানান আর্জেন্টিনা-সমর্থক শিক্ষার্থীরাও।
আতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলা বাঁশি বাজিয়ে সমর্থকদের উচ্ছ্বাসআতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলা বাঁশি বাজিয়ে সমর্থকদের উচ্ছ্বাস। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে মুঠোফোনে এমবি খরচ করে উপজেলার ছাতিয়ান গড় গ্রামের মাদার দরগাহ্ নামক এলাকায় টফি অ্যাপসের মাধ্যমে খেলা প্রেমিকদের খেলা উপভোগ করার জন্য এলইডি মনিটরের ব্যবস্থা করেন ওসমান নামের এক কীটনাশক বিক্রেতা। সেখানে গিয়ে দেখা গেছে, কিশোর থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত সঙ্গে খেলা দেখেছেন একসাথে।
শাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ে ফল না আসায় টাইব্রেকারের মধ্য দিয়ে ফল নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই এলাকাসহ পাকেরহাট,খানসামা,প্লানবাজার, কাচিনিয়া, মরিয়ম বাজারসহ আরও বিভিন্ন এলাকায় শুরু হয় আর্জেন্টিনার জয় উদ্যাপন।
আতশবাজি, পটকা, মিছিল, নাচ ও ভুভুজেলা বাঁশির আওয়াজে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নানাভাবে আর্জেন্টিনার বিজয় উদ্যাপনে শামিল হন সমর্থকেরা। উদ্যাপনে অংশ নেওয়া মাসুদ রানা,লায়ন,সুজন,জসিম উদ্দিন বলেন, ৩৬ বছর পর প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল। এ রাত স্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।