তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সৎ মা কর্তৃক ১৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, পৈতৃক বসত ভিটা থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকির অভিযোগ করেছেন সৎ ছেলে শাহারিয়ার সিদ্দিকী রিপন।
রবিবার (২২ মে) বেলা ১২টার সময় রিপন তার পৈতৃক বসত ভিটায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী শাহারিয়ার সিদ্দিকী রিপনের লিখিত বক্তব্যে জানা যায়, রিপনের নিজস্ব ব্যবসা থেকে অর্জিত ১০ লাখ টাকা দিয়ে সৎ মা সাহিদা বেগম তার (রিপন) তিন সৎ বোনের বিয়ে দেন।
বাবা আমজাদ হোসেন চাকরি শেষে এলপিআরে গেলে প্রাপ্ত টাকা থেকে ওই টাকা পরিশোধ করবেন বলে সেই সময় বাবা ও সৎ মা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাবা আমজাদ হোসেনের মৃত্যুর পর মাত্র চার লাখ টাকা সৎ মা দিলেও বাকি ছয় লাখ এবং বাবার পেনশনের সাত লাখ মোট তের লাখ টাকা সৎ মা আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সৎ ছেলে রিপন।
এছাড়া বোয়ালমারী পৌরসভার শিবপুরে অবস্থিত পৈতৃক বসত ভিটার জমিও সৎ মা গোপনে নিজের নামে দলিল করে নিয়েছেন বলেও রিপন তার অভিযোগে উল্লেখ করেন।
সৎ ছেলে রিপন ওই তের লাখ টাকা চাইলেই সৎ মা তাকে বাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মে সৎ মা সাহিদা বেগম, সৎ বোন লিজা আক্তার,
ভগ্নিপতি দাউদ হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রিপনের বসতঘর ভাংচুর করেন বলে রিপন লিখিত অভিযোগে উল্লেখ করেন। ভাংচুরের সময় রিপনের সৎ বোন লিজা আক্তার আহত হলে হাসপাতাল থেকে সনদ নিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন বলেও রিপন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলেক মাতুব্বর, শুকুর বিশ্বাস, কালাম বিশ্বাস, ছালাম বিশ্বাস, মজিবর মোল্যা, মিলন মোল্যা, রাজু বিশ্বাস প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।