আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রত্যাশার বাংলাদেশের উদ্যোগে আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি) সাব-কম্পোনেট ২.৫ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক পারভেজ আক্তার খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল,

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির শোভন, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, উপজেলা ম্যানেজার তারভীর আহম্মেদ প্রমুখ। এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুধিজনরা অংশ গ্রহন করে