রাজিবুল ইসলাম রিয়াজঃ টাঙ্গাইলের মধুপুরে কিশোরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গারোবাজারে “গারোবাজার ২নং মহিষমারা ইউনিয়নের ব্যানারে” এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম, আমীর হামজা, বাদশা মিয়া, জসিম উদ্দিন, ইয়ামিন ও এই মামলার আসামি সিয়ামের বাবা আক্তার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলার মহিষমারা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শিক্ষার্থী প্রসেনজিৎ বর্মন আহত হয়।
এঘটনায় সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীসহ ৭জনের নামে একটি কুচক্রী মহলের প্ররোচনায় মামলা দায়ের করেন প্রসেনজিৎ এর বাবা। মামলাটি একটি মহল উদ্দেশ্য মূলক ভাবে করিয়েছে বলেও দাবি করেন এলাকাবাসীর।
এসময় তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। না হলে আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।