নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধিঃ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন- (বিপিএম,পিপিএম) সততার সহিত রাজশাহী রেঞ্জে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের পক্ষ থেকে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ে কেক কেঁটে ডিআইজি’র যোগদানের “দুই বৎসর পূর্তি” উদযাপন করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জয়পুরহাট জেলা,পুলিশ সূত্রে জানাযায়,রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে গত ১৪-০৯-২০২০-ইং থেকে দক্ষতা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক রাজশাহী রেঞ্জের (ডিআইজি) মো.আব্দুল বাতেন- (বিপিএম, পিপিএম)।
তখন দেশে করোনা মহামারির প্রকোপ চলছিল।এমনই কঠিন এক বাস্তবতায় রাজশাহী রেঞ্জ পুলিশের অভিভাবক হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশ পুলিশের অত্যন্ত দক্ষ, চৌকস, মেধাবী ও সৎ কর্মকর্তা মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম স্যার । এই মহামারিকে পেছনে ফেলে রাজশাহী রেঞ্জ পুলিশের আধুনিকায়ন এবং উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেন বর্তমান রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেন-(বিপিএম, পিপিএম)।
আরও জানা যায়,রাজশাহী রেঞ্জ পুলিশকে গত দু’বছর ধরে নানামুখী সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে তিনি এক অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন করেছেন। ডিআইজি স্যারের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জয়পুরহাট জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের পক্ষ থেকে কেক কেঁটে সন্মানিত ডিআইজি’র দুই বৎসর পূর্তি উদযাপন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।