কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একদল অস্ত্রধারী সন্ত্রাসীর ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে তাসফিয়া নামের ০৮ বছর বয়সী এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ সময় দিল কায়েস নামের আরও এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরোও পড়ুন:

মনপুরা জাতীয় কন্যা শিশু দিবস পালন

মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ ৫২-তে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে।

উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এলোপাথাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এতে ভয়ে সাধারণ রোহিঙ্গারা দিকবিদিক পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টাকালে তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।