যশোরের বাঘারপাড়ায় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত,ঐতিহাসিক তেভাগা আদালনের অবিসংবাদিত নেতা কমরেড অমল সেনে’র ১০৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
কমরেড অমল সেন স্মতি রক্ষা কমিটির আয়াজনে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। 
তাদের কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ অর্পণ,প্রীতি ফুটবল ম্যাচ,মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা। 
এদিন দুপুরে বাকড়ীতে কমরেড সেনের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ করেন বাংলাদশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) নেতৃবৃন্দ।
এরপর বিকাল ৪টায় তাঁর স্মতি রক্ষায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় বসুন্দিয়া খেলোয়াড় কল্যান সমিতি ও থ্রী স্পোর্টিং ক্লাব, বাকড়ী অংশগ্রহন করে। তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের শৈশবের স্মতিবিজড়িত বসুন্দিয়া ও বাকড়ী গ্রামের যুব সমাজের মধ্যে মিলন- বন্ধন ঘটানোর জন্য এ দল দুটিকে আমনত্রণ জানানো হয়।
 শৈশব ও কৈশরকালে ভালো ফুটবল খলতেন  কমরেড অমল সেন।
প্রতিদ্বন্দিতা পূর্ণ এ খেলায় উভয় দল একটি করে গোল করে।
সন্ধ্যায় কমরড অমল সেনের সমাধীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে বাকড়ী স্কুল মাঠে স্মতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কাস পার্টির (মার্কসবাদী) নেতা নবকৃষ্ণ বিশ্বাস।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদশর ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেদ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। বিশষ অতিথি ছিলেন বাসদ কদ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যশোর জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাঘারপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস,অমল সেন স্মৃতি রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড বিপুল বিশ্বাস প্রমুখ।