পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ-৩য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বুধবার বিকেলে উপজেলার বেলপুকুর ইউনিয়নে মসলা বীজ, সরিষা ও মসুর ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেন,

কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার, বেলপুকুর ইউনিয়ন পরিষদের মেম্বার রমজান সহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার ভাংড়া ব্লকের মোঃ মুক্তাদেরুল হক।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।মাঠ দিবস শেষে অতিথিগণকে লতিরাজ কচু চারা বিতরণ করা হয়।মাজেদুর রহমা