কেএম জহুরুল হক জনি, গাইবান্ধা জেলা প্রতি‌নি‌ধিঃ গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউ‌নিয়ান আওয়ামীলীগ এর সা‌বেক সাধারন সম্পাদক ও সাবেক  কঞ্চিপাড়া ইউ‌নিয়নের চেয়ারম‌্যান লিটন সরকার আজ  ঘোষণা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করলেন।
তার ভাষ‌্যমতে তিনি আওয়ামী লীগে থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত এবং নির্যাতিত  হয়েছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন একনিষ্ঠ আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন কিন্তু তার এই রাজনৈতিক জীবনের বিভিন্নভাবে লাঞ্ছনা এবং গঞ্জনা সহ্য করে চলতে হয়েছে তাই এইসব লাঞ্ছনা-গঞ্জনার থেকে বের হয়ে আজ ৬ অক্টোবর  ২২ ইং উদাখা‌লি ইউ‌নিয়ন চত্ত্বরে জাতীয় পার্টির ডাকে এক বিশাল নির্বাচ‌নী সমাবেশ হয় সেখানে তি‌নি এই ঘোষনা দেন । 
মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা ৫ আসনটি শুন্য ঘোষণা করা হয় তাই আগা‌মি ১২ ই অক্টোবর এই আসনে  উপ-নির্বাচন এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ আরো চার জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছে।