মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার: নড়াইলের সদর উপজেলার ৪ নং আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে শিকদার ও খাঁন দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সিকদার গ্রুপের আহত ৩জন আটক ৩জন এবং খাঁন গ্রুপের আটক ১জন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত ৯ টার সময় পূর্ব শত্রুতার জের ধরে খাঁন গ্রুপের কুদ্দুস খাঁন,ও অপর গ্রুপের দেলোয়ার সিকদারের নেতৃত্বে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে দু’পক্ষের মধ্যে কম বেশি কয়েকজন আহত হয়।

 

তবে সিকদার গ্রুপের লোকজন বেশি গুরুতর আহত হয় বলে জানা গেছে আহতরা হলেন ,বুড়িখালী গ্রামের ইমদাদুল,সিকদার, আজিজার সিকদার, ইউসুফ সিকদার,নেওয়াজ শেখ, খবর পেয়ে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে, এ সময় সিকদার গ্রুপের তিনজনকে আটক করা হয়।

এবং খাঁন গ্রুপের ১জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ। এদিকে এই ঘটনা নিয়ে একই গ্রামের মোঃ বক্কার খাঁন এর বাড়ি ঘর ভাংচুর করে নগদ টাকা ও সোনা গহনা ছিনিয়ে নেওয়া অভিযোগ পাওয়া গেছে খাঁন গ্রুপের লোকের বিরুদ্ধে।

 

বক্কার খাঁন এর পরিবার সূত্রে জানা যায়, রোজার ঈদের সময় বাজি ফোটানো কে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহামুদুর রহমান এর সাথে মুঠোফোনে কথা তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৪ জন কে আটক করা হয়েছে।