মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে শাহেরা বানু (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শাহেরা বানু উপজেলার সদর ইউপি’র ভাতশাইশ (পশ্চিমপাড়া) গ্রামের মাসুদ আলী দেওয়ানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার টার মধ্যে বাড়ীতে কেউ না থাকার সুযোগে গৃহবধু নিজর ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিলে বাড়ীতে আসা বৃদ্ধ শ্বশুর আফসার (৭০) বাড়িতে আসলে পাশের ঘরের জানালা দিয়ে ঝুলন্ত পুত্রবধুকে দেখে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এসে ঘটনাটি দেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সন্ধ্যা ৬টায় বদলগাছী-মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান, ওসি (তদন্ত) রায়হান হোসেন, এসআই আজিজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, গত দু এক দিনের মধ্যে ঐ পরিবারের মধ্যে ঝগড়া বিবাদের কোনও ঘটনা ঘটেনি। নিহতের স্বামী মাসূদ আলী দেওয়ান বলেন, আমি সকালে খাবার খেয়ে বের হযে দোকানে যাই এবং রাতে ফিরি। দুপুরের খাবার আমার ছেলে বাড়ী থেকে দিয়ে যায়।
নিহতের ছেলে সাকিল (২০) জানান, আমি দুপুরে প্রতিদিনের ন্যায় খাবার খেতে আসি এবং আমার বাবার দুপুরের খাবার নিয়ে দোকানে চলে আসি। এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
এ ব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।