ইনামুল হক,স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিষ্টার ইউসুফ আলীকে সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার চেষ্টার প্রতিবাদে মণিরামপুর সহ সারাদেশে কলম বিরতি ও মানববন্ধন করা হয়।
সাব রেজিস্টার ইউসুফ আলীকে যে সকল সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টা করা হয় তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মণিরামপুরসহ সারাদেশের সাব রেজিস্ট্রি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন ও কলম বিরতি করেন। তারই ফলশ্রুতিতে মণিরামপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার পারভেজ খান এর উদ্যোগে সাব রেজিষ্ট্রি অফিসের সকল শ্রেণীর কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাব রেজিস্টার পারভেজ খান বলেন আমরা সারা বাংলাদেশের সকল রেজিস্টারগণ অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দলিল রেজিস্ট্রির কাজ করে থাকি। কিন্তু শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্টার ইউসুফ আলী এজলাস কক্ষে থাকাকালীন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত শারীরিক ভাবে লাঞ্চিত ও মোবাইল ছিনিয়ে নেওয়ায় তার উস্কানি ও নির্দেশে দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে মারাত্মকভাবে আহত করে। যে ঘটনাকে আমি এবং আমার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ প্রতিবাদ জানায় তারই ফলোশ্রুতিতে আজকের এই মানববন্ধন ও কলম বিরতি। আমি বাংলাদেশ রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের একজন সদস্য হয়ে এই ঘটনার ও ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর নকল নবীস সভাপতি সমির কুমার, সাধারন সম্পাদক আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হুসাইন, সহ সভাপতি শীষ মোহাম্মদ, সহ-সভাপতি ২ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মোহরার আব্দুল আলিম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন, টিসি মোহরার বাবুল সহ মনিরামপুর সাব রেজিষ্ট্রি অফিসের সকল কর্মচারীগণ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হবে আমরা ততদিন মানববন্ধনে অটল থাকব।