গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের রানা মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এছাড়াও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারসহ কাঠি ইউনিয়নের কয়েকশ জনগণ অংশ নেন।
প্যারিসে ছুরিধারীকে গুলি করে হত্যা
মানববন্ধনকারীরা রানা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকারীরা যাতে কোনোভাবে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে না যায় সে ব্যাপারেও তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধন শেষে রানা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলীপি পেশ করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত ৮টার দিকে রানা মোল্লা জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বদু সরদারের নেতৃত ১৫/১৬ জনের একটি দল এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।