পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী মুসল্লীবাদ নামক স্থানে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং সড়কে অবৈধ ট্রলিসহ সকল ধরণের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সপ্তাহকাল আগে গত ২৪ সেপ্টেম্বরের এ দুর্ঘটনায় শিশু জিহাদ, তার মা মুক্তা বেগম ও নানী মিনারা বেগম নিহত হন। এখনও আহতাবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার দুই ভাইবোন ও দাদী।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম এবং দুর্ঘটনায় নিহত পরিবারের স্বজন মিঠু খান ও আজিজ খলিফা প্রমুখ।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়া পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নে কয়েকশ কিলোমিটার সড়কে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর ও হামজা ট্রলি হিসেবে ব্যবহার করে সড়কে মাল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। এসব ট্রলির চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও বেপরোয়াভাবে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা।

তারা দাবি জানান, এসব অবৈধ যানের নিচে চাপা পড়ে প্রতিবছর একাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটছে, পঙ্গুত্ব বরন করছে অনেকে। তাই সড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

এছাড়াও এসব দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানেরও দাবি জানানো হয় এ সমাবেশ থেকে। সমাবেশ শেষে কলাপাড়ায় সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।