বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্থিত পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরর এক শ্রমিক বাথরুমের মধ্যে নিজের লিঙ্গ নিজেই কর্তন করেছেন। ওই শ্রমিকের নাম শাহিন আলম (২৬)। সে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, শাহিন আলম দাদপুর ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিস লিমিটেডের সেলাই মেশিনের অপারেটর হিসেবে কাজ করে।
রবিবার (৮ জানুয়ারী) দুপুর ১২টার দিকে বাথরুমের ভেতরে ঢুকে ব্লেট জাতীয় কিছু দিয়ে নিজের লিঙ্গ কর্তন করে। লিঙ্গ কর্তনের পর তার গেজরানোর শব্দ শুনে তার থাকার কক্ষের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে শাহিন আলম তার নিজের লিঙ্গ কর্তন করেছে। তাকে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।