রাকিবুল হাসান, মনপুরা-ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় বনবিভাগের উদ্যোগে স্ট্রিপ বাগান বনায়নে ১০ হাজার গাছ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুন) সকাল ১০ টায় দক্ষিণ সাকুচিয়া ২ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় নতুন নির্মিত রাস্তায় এই চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

মনপুরা পঁচা কোড়ালিয়া বিট এর আওয়তা দক্ষিণ সাকুচিয়া সামাজিক বনায়ন কর্মসূচির সুফল প্রকল্পের আওতায় ১০ কিঃমি স্ট্রীপ সামাজিক বনায়ন করা হবে। পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মুনাজাত এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ও মনপুরা রেঞ্জ কর্মকর্তা মঈনুল ইসলাম।

বনবিভাগ সূত্রে জানাজায়, মনপুরা দক্ষিণ সাকুচিয়া সুফল প্রকল্পের বনায়ন বনবিভাগ এ প্রকল্পের আওতায় আকাশমনি,রেন্ডি, মেহগনি, অর্জুন, চাম্বুল, হরতকি, নিম,বকাইন,জাম,পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির মোট ১০ হাজার গাছ রোপন করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বনপ্রহরী নাজমুল,শাহাদাত, মোঃ কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।